দীর্ঘ ২২ বছর পর শুক্রবার সকালে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী কৃষক দলের সম্মেলন হয়।
উদ্বোধনী অধিবেশনে তোলা শোক প্রস্তাবে ১২২ জনের নাম উল্লেখ করে তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন সম্মেলনের অভ্যর্থনা কমিটির আহ্বায়ক তকদির হোসেন জসিম।
ওই তালিকায় বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়ার নাম না থাকায় বিস্ময় প্রকাশ করেন নেতাকর্মীদের অনেকে।
মান্নান ভূঁইয়া টানা ৭ বছরের বেশি সময় কৃষক দলের সভাপতি ছিলেন। তার নেতৃত্বেই ১৯৯২ সালে কৃষক দলের প্রথম পূর্ণাঙ্গ কমিটি হয়। সেই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন শামসুজ্জামান দুদু, যিনি এখন বিএনপির ভাইস চেয়ারম্যান।
কৃষক দলের মাঠ পর্যায়ের নেতা সিরাজুল ইসলাম বলেন, “আমি বিস্মিত হয়েছি। প্রয়াতদের প্রতি শোক জানাতে গিয়ে এরকম কৃপণতা না করলেই পারতেন। মান্নান ভূঁইয়া জীবিত থাকাকালে নরসিংদীতে কৃষক মহাসম্মেলনও করেছেন। এক-এগারোর ঘটনাপ্রবাহে তাকে বহিষ্কার করা হয়েছিল। তার মৃত্যুর পর অনেক বছর তো পেরিয়ে গেছে। তার প্রতি শোক জানালে কৃষক দল কি ছোট হত ?”
সিরাজ বলেন, যে মাহবুবুল আলম তারা দল থেকে বেরিয়ে গিয়েছিলেন, তার নামও শোক প্রস্তাবে স্মরণ করা হয়েছে।
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up