আন্তর্জাতিক

Mazibur Rahman, ঢাকা

1:28 AM, 15 March, 2021 LAST MODIFIED: 1:28 AM, 15 March, 2021

সঠিক ইতিহাস বলতে গেলে তারা বলে ভণ্ডামি: মোশাররফ

বিএনপির কর্মসূচি নিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার মধ্যে বৃহস্পতিবার দলটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে রচনা প্রতিযোগিতা কমিটির এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ বলেন, তারা যখন মার্চের দিবসগুলো পালন শুরু করেন, তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তা স্বাগত জানালেও পরে প্রতিক্রিয়া ঘুরে যায়।

“পরে তিনি বলেছেন যে বিএনপির এসব কর্মসূচি না কি ভণ্ডামি। যখন আমরা প্রকৃত ইতিহাস তুলে ধরছি, তখন একে বিভ্রান্ত করার জন্য দেশের প্রধানমন্ত্রীও যে কথা বলেছেন, সেটা দুঃখজনক।”

আওয়ামী লীগ ‘খণ্ডিত’ ইতিহাস প্রচার করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

“সেজন্য আমরা এই সুবর্ণজয়ন্তীকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রকৃত ইতিহাস তুলে ধরার উদ্যোগ নিয়েছি,” বলেন তিনি।



You have to login to comment this post. If You are registered then Login or Sign Up