সাম্প্রতিক সময়ে নতুন করে উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। নিজেদের মধ্যে সমস্যা সমাধানে দু'দেশের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু তা আর হচ্ছে না।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা ওয়াশিংটন গ্রহণ করেনি। এর ফলে মার্কিন সরকার এ ধরনের আলোচনার সুযোগ হাতছাড়া করেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার প্রকাশিত ওই বিবৃতিতে আরও জানিয়েছে, পুতিন ওয়েবিনার আকারে বাইডেনের সঙ্গে আলোচনার জন্য ১৯ থকে ২২ মার্চ পর্যন্ত সময় বেধে দিয়েছিলেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি কৌশলগত স্থিতিশীলতা নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে সে সময়সীমা অতিক্রম হয়ে গেছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে ওয়াশিংটনের কারণে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা দূর করার আরেকটি সুযোগ হাতছাড়া হয়ে গেল।
জো বাইডেন গত বুধবার এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট পুতিনকে খুনি বলে আখ্যায়িত করেন। তিনি ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়াকে অভিযুক্ত করে বলেন, পুতিনকে এজন্য মূল্য দিতে হবে।
কিন্তু পুতিন বাইডেনের ওই কড়া বক্তব্যের নমনীয় প্রতিক্রিয়া জানান এবং তিনি মার্কিন প্রেসিডেন্টকে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, বাইডেনের সঙ্গে তিনি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত আলোচনায় অংশ নিতে চান।
কিন্তু হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি রুশ প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, প্রেসিডেন্ট বাইডেন এখন অন্যান্য জরুরি কাজে ব্যস্ত আছেন বলে আপাতত এ ধরনের আলোচনায় বসা সম্ভব নয়।
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up