বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী ১১ এপ্রিল ঢাকায় পৌঁছাবে পাকিস্তানের যুবারা। সফরে বাংলাদেশের যুব দলের বিরুদ্ধে একটি চারদিনের ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে সফরকারী দল। রবিবার বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। দেশের মাটিতে এটিই হবে বাংলাদেশের নতুন যুব দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ।
এদিকে পূর্ব সূচি অনুযায়ী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আজ ভারতে যাচ্ছে না বাংলাদেশ যুব দল। আরেকদফা পিছিয়েছে যুবাদের ভারত যাত্রা। প্রাথমিকভাবে ১০ মার্চ ভারতে যাওয়ার কথা ছিল টাইগার জুনিয়রদের। এ সফরেও একটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা। তবে কিছুটা বিলম্ব হওয়ায় চারদিনের ম্যাচটি বাদ পড়তে পারে।
আফগানদের হোম ভেন্যু ভারতের নয়ডা, কোয়ারেন্টাইন জটিলতার কারণে এখনও ভারতে এসে পৌঁছায়নি আফগানরা। তাই বাংলাদেশের ভারত যাত্রাও পিছিয়ে গেছে। তবে বিসিবির আশা দ্রুতই সমস্যা কাটবে। আজ-কালের মধ্যেই সবকিছু চূড়ান্ত হবে। তারপরই ভারতে যাবে বাংলাদেশের যুবারা।
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up