খেলা ও বিনোদন

Mazibur Rahman, ঢাকা

3:40 AM, 15 March, 2021 LAST MODIFIED: 3:40 AM, 15 March, 2021

আমাদের জয়ের সামর্থ্য আছে: রুবেল

একদিন ছুটির পর কুইন্সটাউনে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জন ডেভিস ওভালে রবিবার পুরোদমে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলনের পর ভিন্ন ধর্মী আলাপে নিজেদের ভাবনা বিনিময় করেন দুই পেসার রুবেল হোসেন ও শরীফুল ইসলাম। অভিজ্ঞ রুবেলের কাছে শরীফুলের জিজ্ঞাসা ছিল নিউজিল্যান্ডের কন্ডিশনের বোলিং, জয়ের খরা কাটানো নিয়ে।

রুবেল দৃঢ়চিত্তে জানিয়েছেন, নিউজিল্যান্ডের মাটিতে জয়ের সামর্থ্য আছে বাংলাদেশ দলের। এবার জয়ের খাতা খুলতে মরিয়া টাইগাররা। পরে তরুণ শরীফুলকেও তার প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছেন রুবেল। অনুজকে শুভকামনা জানান ডানহাতি এ পেসার।

নিউজিল্যান্ড সফরে এসে ২৬ ম্যাচে জয় নেই বাংলাদেশ দলের। যার মধ্যে রয়েছে ১৩টি ওয়ানডে ও চারটি টি-২০। এবার টানা হারের সেই রেকর্ড ভেঙে জয়ের দেখা মিলবে কিনা, বাঁহাতি পেসার শরীফুলের প্রশ্নে রুবেল বলেছেন, ‘ইনশাআল্লাহ, অবশ্যই। কারণ আমরা যে টিম আছি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সেই সামর্থ্য আছে। ইনশাআল্লাহ আমরা যদি সবাই প্ল্যান অনুযায়ী, উইকেটের সাথে আমরা যদি খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারি। টিমের তো অবশ্যই একটা প্ল্যান থাকে। আমরা সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারি তো নিউজিল্যান্ডের সঙ্গে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’



You have to login to comment this post. If You are registered then Login or Sign Up