খেলা ও বিনোদন

Mazibur Rahman, ঢাকা

3:50 AM, 15 March, 2021 LAST MODIFIED: 3:50 AM, 15 March, 2021

আবারও অসুস্থ হয়ে আইসিইউ’তে ফারুক

আবারও অসুস্থ হয়ে পড়েছেন বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) নেওয়া হয়েছে। শনিবার নায়ক ফারুকের ভাতিজি আসমা পাঠান রুম্পা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘চাচা দীর্ঘদিন ধরে অসুস্থ। মাঝখানে তিনি করোনা পজিটিভ ছিলেন। করোনা নেগেটিভ হয়ে সুস্থও হয়ে উঠেছিলেন। গত বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুরে যান চেকআপের জন্য। কিন্তু আজ সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বর্তমানে সেখানেই একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।’



You have to login to comment this post. If You are registered then Login or Sign Up