জাইন মালিক বলে কী! হাত না মেলালে আর উপহার না পাঠালে নাকি গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়নের জন্য বিবেচনাই করা হয় না। বিশ্বসংগীতের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার বিতরণের পাঁচদিন আগে ভোটারদের ওপর রেগে আগুন হয়ে টুইটারে এমন মন্তব্য করেন তিনি। ব্রিটিশ এই তারকা একইসঙ্গে লিখেছেন, 'আগামী বছর একঝুড়ি কনফেকশনারি পাঠিয়ে দেবো।'
গ্র্যামিতে কখনোই মনোনীত হননি জাইন। একক গানের জন্য তো নয়ই, এমনকি ওয়ান ডিরেকশন ব্যান্ডের হয়েও তার কপালে মনোনয়ন জোটেনি। ওয়ান ডিরেকশন ব্যান্ডের হয়ে সাফল্য পাওয়ায় ২০১৭ সালে সেরা নতুন শিল্পী শাখায় তাকে ডিসকোয়ালিফাইড করা হয়। এর পরের বছর 'ফিফটি শেডস ডার্কার' ছবিতে টেলর সুইফটের সঙ্গে তার দ্বৈত 'আই ডোন্ট ওয়ানা লিভ ফরএভার' ভিজ্যুয়াল মিডিয়ার সেরা গান হিসেবে মনোনয়ন পেলেও শুধু এর গীতিকার-সুরকাররা স্বীকৃতি পেয়েছেন।
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up