খেলা ও বিনোদন

Mazibur Rahman, ঢাকা

3:36 AM, 15 March, 2021 LAST MODIFIED: 3:36 AM, 15 March, 2021

ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমান জাতীয় দল

ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি খেলোয়াড়দের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। নেপালের টুর্নামেন্ট নিয়ে ভাবলে হবে না। জাতীয় দলে এবার যারা ডাক পেয়েছেন তাদের জন্য মেসেজ দিয়ে নাবিল বলেছেন, ‘এটা আমাদের ভবিষ্যতের জন্য জাতীয় দল। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে জাতীয় দল গড়ার কাজ হচ্ছে। আমার যেন ভবিষ্যতের জন্য ভালো দল গড়তে পারি সেকথা মাথায় রেখে এবার খেলোয়াড়দের ডাকা হয়েছে। নতুন নতুন খেলোয়াড় এসেছেন। এই দলটা শুধু নেপাল টুর্নামেন্টের জন্য নয়। যারা ডাক পেয়েছেন তারা যেন নিজেদের সেরাটা উজাড় করে প্রমাণ করতে পারেন এবং জাতীয় দলে জায়গা করে নিতে পারেন।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া কয়েক দিনের মধ্যে কলকাতা হতে ঢাকায় ফিরবেন। কলকাতায় মোহামেডানের জার্সি গায়ে আই লিগ খেলছেন এখন। তাকে পেতে বাফুফে চিঠি দিয়েছিল। মোহামেডানও জামালকে ঢাকায় পাঠানোর উদ্যোগ নিয়েছে। জামাল এখন কলকাতায় নেপালের ভিসার জন্য আবেদন করেছেন। বাফুফে জানিয়েছে নেপালের ভিসা পেয়ে গেলে জামাল ঢাকায় ফিরবেন। তাহলে কি জাতীয় দলের সঙ্গে নেপালে যাবেন না অধিনায়ক জামাল? বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন জামার এখন যেতে পারবেন না। তিনি পরে যাবেন।’ বাংলাদেশ ফুটবল দল নেপালে যাবে ১৮ মার্চ। সেখানে তিন জাতির টুর্নামেন্ট শুরু হবে ৩২ মার্চ। বাফুফে ধরে নিচ্ছে এর আগেই জামাল ভুঁইয়া কাঠমান্ডুতে যোগ দেবেন। ঢাকায় ফিরে জামাল চলে যাবেন ময়মনসিংহে। সেখানে তার পৈতৃক বাড়ি। গত জানুয়ারিতে জামাল ভুঁইয়ার দাদী ইন্তেকাল করেন। জামাল ছিল দাদীর খুব আদরের। ঢাকায় ফিরে জামাল দাদীর কবরে দোয়া করতে যাবেন। একারণে বাফুফে তাকে ছাড় দিচ্ছে।

আজ থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে। সকালে ১০টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন হবে এক ঘণ্টা। গত দুই দিনে জিম সুইমিং করেছেন ফুটবলাররা। ক্যাম্পে অন্য সব খেলোয়াড়ও যোগ দিয়েছেন কাল। প্রথম দিন ২৭ জন ফুটবলার যোগ দেন। আর গতকাল আশরাফুল রানা, আব্দুল্লাহ, আনিসুর রহমান জিকো ক্যাম্পে এসেছেন।

খেলোয়াড়দের নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠেছেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে। প্রথম দিন ক্যাম্প হয়েছিল পুরানা পল্টনের একটি হোটেলে। গতকাল আচমকা সেই হোটেল পরিবর্তন করে শাহাবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠেছেন। পল্টনের হোটেলটিতে যাওয়া-আসা করতে গিয়ে নানা ঝক্কিঝামেলা পোহাতে হয়। ট্র্যাফিক জ্যাম ছাড়াও সাধারণ মানুষের ভিড় লেগেই থাকে। হোটেলে ঢোকার পথেও বিড়ম্বনা সইতে হয়। নানা ঝামেলা পেছনে ঠেলে দিয়ে খেলোয়াড়দের তুলে দেওয়া হয়েছে পাঁচ তারকা হোটেলে।




You have to login to comment this post. If You are registered then Login or Sign Up