খেলা ও বিনোদন

Mazibur Rahman, ঢাকা

3:39 AM, 15 March, 2021 LAST MODIFIED: 3:39 AM, 15 March, 2021

উইন্ডিজ সফরে হোয়াইটওয়াশের কবলে শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। চলমান এই সফরে কোনো সুখস্মৃতির সাক্ষী হতে পারেনি তারা। টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচটি জিতে খানিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল লঙ্কান শিবির। শেষপর্যন্ত সিরিজ জিতেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দলই। তবে টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের সেই সুযোগটা ওয়ানডেতে দিল না ক্যারিবীয়রা। তিন ম্যাচ জিতে অতিথিদের সোজা হোয়াইটওয়াশের তিক্ত স্বাদই উপহার দিল তারা।

রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হওয়া ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি ৫ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে ২৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা। জবাবে ৫ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখেই ম্যাচ শেষ করেছে ক্যারিবীয়রা। সেঞ্চুরি করে দলের জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন ড্যারেন ব্রাভো।



You have to login to comment this post. If You are registered then Login or Sign Up