অভিনেত্রী রোজামুন্ড পাইক অদ্ভুত একটা কথা ফাঁস করলেন। অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবসহ জেতা সব পুরস্কার বাগানে মাটি চাপা দিয়ে রাখেন তিনি। আমেরিকান উপস্থাপক এলেন ডিজেনারেসের ‘দ্য এলেন ডিজেনারেস শো’তে মজার তথ্যটি দিয়েছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী।
ইমপোস্টার সিন্ড্রোম নামের রোগের লক্ষণ বলা যেতে পারে রোজামুন্ড পাইকের এমন কার্যকলাপ। নিজেকে নিয়ে খুঁতখুঁতে স্বভাব থাকে এই ধরনের মানুষের।
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up