বাংলাদেশ

Mazibur Rahman, ঢাকা

2:34 AM, 17 March, 2021 LAST MODIFIED: 2:34 AM, 17 March, 2021

ঢামেকের আইসিইউতে আগুন, স্থানান্তরের সময় তিন রোগীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ বুধবার সকাল আটটা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আইসিইউ থেকে স্থানান্তরের সময় তিনজন রোগী মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। মারা যাওয়া রোগীদের কেউ দগ্ধ হননি বলে তিনি জানিয়েছেন।

যে তিনজন রোগী মারা গেছেন তাঁদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

পরিচালক নাজমুল হক জানান, আইসিইউতে আগুন লাগার পর ধোঁয়া বের হয়। হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা রোগীদের সেখান থেকে বের করে আনেন। হাসপাতালের অন্য আইসিইউতে তাঁদের স্থানান্তর করা হচ্ছিল। এ সময় রোগীদের মধ্যে তিনজন মারা যান। তবে তাঁরা কেউ আগুনে দগ্ধ হননি।



You have to login to comment this post. If You are registered then Login or Sign Up