বিজ্ঞান ও প্রযুক্তি

Mazibur Rahman, ঢাকা

1:04 AM, 15 March, 2021 LAST MODIFIED: 1:04 AM, 15 March, 2021

উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন রোববার

পৃথিবীর বিভিন্ন দেশে দিনটি কর্কটক্রান্তি বা অয়ন দিবস হিসেবে পালিত হয়। বাংলাদেশেও বিভিন্ন বিজ্ঞান সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।

তবে এবার করোনাভাইরাস মহামারীর কারণে পরিস্থিতি ভিন্ন। বিজ্ঞান ক্লাব ‘অনুসন্ধিৎসু চক্র’ এ উপলক্ষে শনিবার রাতে অনলাইনে বিজ্ঞান আলোচনার আয়োজন করে।

প্রতি বছর ২১ জুন সূর্য তার উত্তরায়নের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে, সর্বোচ্চ উত্তরে উদয় হয় এবং সর্বোচ্চ উত্তরে অস্ত যায়।

কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মাঝখান দিয়ে চলে গেছে বলে এই দিনে বাংলাদেশের প্রায় সবখানে মধ্যাহ্নে সূর্য থাকে প্রায় মধ্যগগনে।

বেলা ১২টায় ঢাকার আকাশে সূর্য থাকে মধ্যগগন থেকে মাত্র শূন্য দশমিক ৩ ডিগ্রি কৌণিক দূরত্বে। ওই সময় কর্কটক্রান্তি রেখায় কোনো লাঠি খাঁড়াভাবে রাখলে তার ছায়া পড়বে না




You have to login to comment this post. If You are registered then Login or Sign Up