বিজ্ঞান ও প্রযুক্তি

Mazibur Rahman, ঢাকা

12:58 AM, 15 March, 2021 LAST MODIFIED: 12:58 AM, 15 March, 2021

কংগ্রেসের শুনানি নিয়ে গুগল-মাইক্রোসফটের ‘হাতাহাতি’

বিজ্ঞাপন ব্যবসায় গুগলের আধিপত্যকেই টার্গেট করেছে মাইক্রোসফট এবং এই ওয়েব জায়ান্টের আচরণ স্থানীয় পর্যায়ে সংবামাধ্যমকে মেরে ফেলতে যেভাবে ভূমিকা রেখেছে সেইটিই মাইক্রোসফট সবিস্তারে বর্ণনা করেছে বলে উঠে এসেছে সিএনএন-এর এক প্রতিবেদনে।

সংবাদপত্র শিল্পে বৈরি পরিস্থিতির কারণ হিসেবে মাইক্রোসফট গুগলকে “আংশিক দায়ী” বলে বর্ণনা করেছে। ব্যাখ্যা হিসেবে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ মার্কিন হাউজ অ্যান্টিট্রাস্ট কমিটিকে তার লিখিত বক্তব্যে বলেন, অনলাইন বিজ্ঞাপন বাণিজ্যে কার্যত গুগলের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রতিষ্ঠানটি একচেটিয়া প্রভাব উপভোগ করছে।

“গুগল বেআইনী আচরণ করছে কি না এ বক্তব্য সে সম্পর্কে নয়”, স্মিথ বলেন। “তবে আমরা যেমন দুই দশক আগে মাইক্রোসফটের নিজস্ব অভিজ্ঞতা থেকেই সরাসরি শিখলাম, যখন কোনও প্রতিষ্ঠানের সাফল্য এমন পর্যায়ে যায় যে তা বাজার এবং আমাদের সমাজকে প্রতিকূলভাবে প্রভাবিত করে, তখন সে পরিস্থিতিকে উপেক্ষা করা উচিত নয়। এবং এর জন্য সাধারণত সরকারী পদক্ষেপের প্রয়োজন পড়ে।”

শুনানির আগে অবশ্য গুগলও মাইক্রোসফটের ওপর এক হাত নিয়েছে। এক ব্লগ পোস্টে গুগল দাবি করে, সফটওয়্যার জায়ান্ট প্রতি‍ষ্ঠানটি “নিজের স্বর্থে বক্তব্য” দিচ্ছে এবং গুগলের বিরুদ্ধে আক্রমণাত্মক নীল নকশা হাতে এগুচ্ছে।

“সর্বশেষ এই আক্রমণের মাধ্যমে মাইক্রোসফট তার দীর্ঘকালীন অভ্যাসের পথেই ফিরে গেছে” বলে এক ব্লগ পোস্টে মন্তব্য করেছেন গুগলের বৈশ্বিক জনসংযোগ বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেন্ট ওয়াকার। সেখানেও থামেনি তিনি। জনসংযোগের পাশাপাশি গুগলের এই প্রধান আইন কর্মকর্তা অনেকটা উকিলের ঢংয়েই আক্রমণ করে বসেছেন মাইক্রোসফটকে।



You have to login to comment this post. If You are registered then Login or Sign Up