এই পরামর্শ কতটুকু বিজ্ঞানসম্মত- তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে বিবিসি বলেছে, এটা নিছকই গুজব। ঘন ঘন পানি পান করলেই করোনাভাইরাস মরছে না।
কী করলে কভিড-১৯ থেকে রেহাই মিলবে তা নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়েছে নানা টোটকা। কোথাও বলা হয়েছে- আইসক্রিম খাওয়া যাবে না কোনোভাবেই।
জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে- এমন কথা কোথাও কোথাও বলা হলেও তা মোটেও সত্যি নয় বলে জানাচ্ছে বিবিসি।
এর মধ্যে ব্লিচিং পাউডার পানিতে গুলে খাওয়ার গুজবটিকে সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে চিহ্নিত করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।
গত প্রায় তিন মাস ধরে বিশ্বে ছড়িয়ে পড়া এ ভাইরাস কেড়ে নিয়েছে ১৩ হাজারের বেশি লোকের প্রাণ, আক্রান্ত হয়েছে তিন লাখের বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এ ভাইরাস নিয়ে গুজব আর আতঙ্ক ক্ষতির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ।
ঘন ঘন পানি পানে কভিড-১৯ রোগের ভাইরাস পেটে গিয়ে মরে যাবে বলে যে গুজব ছড়িয়ে পড়েছে, সেটি বিজ্ঞানসম্মত দেখাতে একটি যুক্তিও তুলে ধরা হয়েছে।
তাতে বলা হয়েছে, আমাদের মুখ ও গলা সব সময় আর্দ্র রাখা জরুরি। তাই প্রতি ১৫ মিনিট পর পর পানি পান করতে হবে। তাতে মুখে বা গলায় থাকা ভাইরাস পানির সাথে খাদ্যনালী বেয়ে পাকস্থলীতে নেমে যাবে। পরে পাকস্থলীর এসিড সেই ভাইরাসকে ধ্বংস করে ফেলবে।
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up