ইউনেস্কো মঙ্গলবার বিশ্বের পাঁচ অঞ্চলে এবারের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। ফিরদৌসী কাদরী এ পুরস্কার পাচ্ছেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য।
ড. কাদরী বর্তমানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সংক্রামক রোগ বিভাগের মিউকোজাল ইমিউনোলজি অ্যান্ড ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান।
বাংলাদেশ ও উন্নয়নশীল দেশগুলোর শিশুদের মধ্যে ভাইব্রো কলেরা ও ই কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত ডায়রিয়া নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার।
ড. কাদরী ও তার সহযোগীদের সিকি শতাব্দির গবেষণার অন্যতম বড় সাফল্য হল কলেরার একটি সহজলভ্য ও কার্যকর টিকা তৈরি করা, যা বাংলাদেশের অসংখ্য দরিদ্র মানুষের জীবন বাঁচাতে সহায়ক হচ্ছে।
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up