বিজ্ঞান ও প্রযুক্তি

Mazibur Rahman, ঢাকা

12:57 AM, 15 March, 2021 LAST MODIFIED: 12:57 AM, 15 March, 2021

যেভাবে একটি বছরেই বদলে গেছে ইন্টারনেট জীবন

বর্তমানে অডিও-নির্ভর ক্লাবহাউস অ্যাপের বিভিন্ন ভার্চুয়াল কক্ষে জড়ো হচ্ছেন মানুষ। এ রকম অনেক কক্ষে চলছে অদ্ভুত শব্দ এবং আওয়াজ তোলার চেষ্টা। অনেক কক্ষে চলছে আলোচনা, অনেকেই আবার ধ্যানে বসেছেন ভার্চুয়াল কক্ষে, কয়েকজন মিলে করছেন মেডিটেশন।

অন্যদিকে, অনেকটা বদলে গিয়েছে গেইমিং প্ল্যাটফর্ম ডিসকর্ডের ব্যবহার। নিজ ব্যবহারকারীদের জন্য নতুন সার্ভার নিয়েছে প্রতিষ্ঠানটি। শত শত ব্যবহারকারীর ওই সার্ভার ব্যবহার করে একে অন্যকে ইংরেজি অক্ষর ‘এইচ’ পাঠাচ্ছেন প্রতিদিন।

এ সপ্তাহে খোলা নতুন এক টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছিল ছোট এক ভিডিও ক্লিপ। ওই ক্লিপটি দেখাচ্ছে - গাড়িতে বসে বিভিন্ন বিরহের গান শুনে কাঁদছেন টনি সোপ্রানো। নেটিজেনরা মোটেও মুখ ফিরিয়ে নেননি অ্যাকাউন্টটি থেকে। রাতারাতি অ্যাকাউন্টটি পেয়েছে হাজারো অনুসারী।

অনলাইন দুনিয়া পাল্টে যাওয়ায় আগের সমস্যাগুলো কিন্তু থেমে যায়নি। উল্টো ক্ষেত্রবিশেষে আরও অনেক বেড়েছে। মার্কিন নির্বাচন, বর্ণবাদ, টিকা ইত্যাদি প্রশ্নে পক্ষে-বিপক্ষে রয়েছেন অনেক মানুষ। কিছুদিন পরপরই সবার সামনে চলে আসছে ইন্টারনেট বিশ্বের অন্ধকার অংশটি - সেখানে হয়রানির শিকার হচ্ছেন নারী, বিভিন্ন বর্ণের মানুষ, এলজিবিটিকিউ কমিউনিটি’র লোকজন। 

অনেকে আবার বিরক্তি, ভয়, উদ্বেগ থেকে মহামারীর এ সময়টিতে ষড়যন্ত্র তত্ত্বের আখড়া কিউঅ্যাননে যোগ দিয়েছেন। অনেকেই আবার বিশ্বাস করছেন, ভিত্তিহীন টিকা বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে।

মানুষ মজা, সৃজনশীলতা এবং হাসি-ঠাট্টার পেছনেও অনেক সময় ব্যয় করছেন। এখানেও চোখে পড়ছে অনলাইনের উপর তাদের নির্ভরশীলতার বিষয়টি। এ প্রসঙ্গে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে মন্তব্য করেছে, আমাদের অন্যের সঙ্গে সংযুক্ত থাকার প্রয়োজনীয়তা এবং এই অশান্ত সময় থেকে পালিয়ে বেড়ানোর স্বাক্ষ্য দিচ্ছে এটি।

ইউনিভার্সিটি অফ বাফেলোর মনোবিজ্ঞানের অধ্যাপক শিরা গ্যাব্রিয়েল বলছেন, “এটি ইতিবাচকতার ও নিজেকে সুস্থ্য রাখার শর্তে মানুষের অসাধারণ নমনীয়তা এবং স্বাভাবিকের দিকে ফিরে আসার, এবং অন্যের সঙ্গে সংযুক্ত থাকার লক্ষণ।”

“গত বছরটি অত্যন্ত হতাশাজনক এবং কঠিন ছিল মানুষের জন্য। কিন্তু মানুষ এই কঠিন সময়ের সর্বোচ্চটা করতে যা যা করেছে তা দেখা আমার জন্য অনুপ্রেরণারও ছিল।” – বলেছেন গ্যাব্রিয়েল



You have to login to comment this post. If You are registered then Login or Sign Up