বিজ্ঞান ও প্রযুক্তি

Mazibur Rahman, ঢাকা

1:15 AM, 15 March, 2021 LAST MODIFIED: 1:15 AM, 15 March, 2021

মহাকাশ স্টেশনের বাইরে একযোগে দুই নারীর পদচারণা

শুক্রবার বিকল হয়ে পড়া একটি পাওয়ার কন্ট্রোল ইউনিট বদলানোর কাজে মহাকাশ স্টেশনের কোয়েস্ট এয়ারলকের (স্পেসওয়াকের সময় ব্যবহৃত দরজা) বাইরে বেরোন তারা।

কোনো পুরুষ মহাকাশচারী ছাড়া নারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে আগে কখনো এভাবে কাজ করতে দেখা যায়নি। পাওয়ার রেগুলেটরটি প্রতিস্থাপনের কাজে তাদের ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিস্টিনা কখ এর আগেও মহাকাশে চারবার স্পেসওয়াক করেছেন। তবে তার সঙ্গে যাওয়া জেসিকা মীরের এটিই প্রথম স্পেসওয়াক। নাসার তথ্যমতে, তিনি মহাকাশে পদচারণা করা ১৫ তম নারী।

ক্রিস্টিনা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং জেসিকা মেরিন বায়োলজিতে ডক্টরেড। ১১:৩৮ জিমটি’তে তারা স্পেসওয়াকে বের হন। কাজ শেষে বিকল যন্ত্রটি নিয়ে তারা আবার এয়ারলকে ফিরবেন। পরে সেটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্পেসএক্স ড্রাগন ক্যাপ্সুলে করে পাঠিয়ে দেওয়া হবে পৃথিবীতে।

আরেক সহকর্মী অ্যান ম্যাকক্লেইনকে নিয়ে ক্রিস্টিনা কখের এ কাজটি করার কথা ছিল গত মার্চেই। কিন্তু ম্যাকক্লেইনের সঠিক স্পেসস্যুট না থাকার কারণে তা আর হয়ে ওঠেনি।



You have to login to comment this post. If You are registered then Login or Sign Up