ব্যবসা ও অর্থনীতি

Mazibur Rahman, ঢাকা

12:38 AM, 15 March, 2021 LAST MODIFIED: 12:38 AM, 15 March, 2021

বিজিএমইএ ভোটের উত্তাপ এখন স্থান নিয়ে

ভোটগ্রহণের স্থান পরিবর্তন করতে প্রতিদ্বন্দ্বী একটি অংশের অব্যাহত ‘চাপের’ মধ্যে বুধবার পদত্যাগপত্র জমা দেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার।

তবে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলের নেতাদের অনুরোধে বৃহস্পতিবার আবার দায়িত্বে ফিরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর এই শিক্ষক।

পোশাক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে ঢাকা অঞ্চলের ভোটগ্রহণের স্থান হিসাবে র‌্যাডিসন হোটেল ঠিক করা হয়েছে। ফারুক হাসানের সম্মিলিত পরিষদ এই স্থান পরিবর্তন করে উত্তরায় বিজিএমইএর স্থায়ী কার্যালয়ে নেওয়ার চেষ্টা করলেও বর্তমান সভাপতি রুবানা হকের ফোরাম র‌্যাডিসনে অনড়।

ফোরামের প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্মিলিত পরিষদের কয়েকজন নেতা ফোন করে ‘ভেন্যুর’ বিষয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানকে ‘চাপ প্রয়োগ’ করেন। সেকারণেই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

যোগাযোগ করা হলে ফরহাত আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যক্তিগত কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানুষের ব্যক্তিগত কারণ থাকতেই পারে। এখন দুই পক্ষের অনুরোধে ফিরে এসেছি।”



You have to login to comment this post. If You are registered then Login or Sign Up