ব্যবসা ও অর্থনীতি

Mazibur Rahman, ঢাকা

12:33 AM, 15 March, 2021 LAST MODIFIED: 12:33 AM, 15 March, 2021

পর্যটনের গাড়ি আমদানিতে সুবিধার কথা ‘ভাববে’ এনবিআর

রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে পর্যটন খাতের উদ্যোক্তাদের সঙ্গে রোববার ২০২১-২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম এই ইঙ্গিত দেন।

সভায় পর্যটকদের উন্নত পরিবহণ সেবা দিতে পরিবহন আমদানির ওপর বিশেষ সুবিধার প্রস্তাব করেন পর্যটন খাতের ব্যবসায়ীরা।

এনবিআর চেয়ারম্যান বলেন, “আমাদের দেশে বিশেষ কোনো খাতে সুবিধা দেওয়া হলে তার অপব্যবহার হয়। যেমন, রোগীর সেবার জন্য কর কমিয়ে অ্যাম্বুল্যান্স আমদানির সুযোগ দিয়ে এখন নাকি মাইক্রোবাস আমদানি কমে গেছে। কারণ অ্যাম্বুলেন্সের নাম দিয়ে মাইক্রোবাস আমদানি হচ্ছে।

“তারপরও আপনারা বিশেষ কোনো মডেলের গাড়ি নির্বাচন করেন, যেটা পর্যটন ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের চিন্তা করার সুযোগ তৈরি হবে।”

রোববারের প্রাক বাজেট আলোচনায় এ্যাকুমুলেটর ম্যানুফেকচারার্স অ্যান্ড এসোসিয়েশন অব বাংলাদেশ (এবিএমইএবি), বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, বাংলাদেশ সিকিউরিটি সার্ভিসেস কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশন এবং কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনও অংশ নেন



You have to login to comment this post. If You are registered then Login or Sign Up