আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট নিয়ে বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনায় এই দাবি জানান রপ্তানিকারদের সংগঠনটির সভাপতি রুবানা হক।
তিনি বলেন, “কোভিড-১৯ মহামারীর কারণে বিশেষ করে পোশাক শিল্প রপ্তানি চাপে পড়েছে। এই কারণে আমরা উৎসে কর দশমিক ৫০ শতাংশ থেকে নামিয়ে দশমিক ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।”
তিনি পোশাক রপ্তানির সুবিধায় স্থানীয়ভাবে সংগৃহীত রপ্তানি সংশ্লিষ্ট পণ্য ও সেবার ভ্যাট মওকুফ চেয়ে রিটার্ন দাখিল থেকেও অব্যাহতি চান।
এসময় এনবিআর সদস্য মো. মাসুদ সাদিক বলেন, “রিটার্ন দাখিল থেকে অব্যাহতি সম্ভব নয়।”
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় বিজিএমইএ ছাড়াও পোশাক রপ্তানিকারকদের আরেক সংগঠন বিকেএমইএ এবং বস্ত্র মিল মালিকদের সংগঠন বিটিএমএ অংশ নেন।
এনবিআরের কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন, মুসক নীতির সদস্য মো. মাসুদ সাদিক এবং কাস্টমস নীতির সদস্য গোলাম কিবরিয়াও সভায় ছিলেন।
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up