এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইডিএলসি জানিয়েছে, বুধবার ঢাকায় তাদের প্রধান কার্যালয়ে এ বিষয়ে ইউনিসেফের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইউনিসেফের পক্ষে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টোমো হোযুমি এবং আইডিএলসির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এম জামাল উদ্দিন ওই চুক্তিতে সই করেন।
এ সমঝোতার আওতায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সাতটি চা বাগানে বসবাসরত মানুষের পুষ্টি, প্রসূতি স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও নবজাতক স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার জন্য নানামুখী পদক্ষেপ নিতে একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
আইডিএলসি সেখানে স্বাস্থকেন্দ্রগুলোর অবকাঠামো সংস্করণ এবং সুপেয় পানি, স্যানিটেশন ও হাইজিন ব্লকের সংস্কার করবে। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দেবে।
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up