গত বছরের ডিসেম্বরে রাহেল আহমেদ প্রাইম ব্যাংক ছাড়ার পর এত দিন এমডি পদটি খালিই ছিল।
শনিবার প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই দায়িত্বে হাসান ও রশীদের যোগ দেওয়ার কথা জানানো হয়।
সেখানে বলা হয়,আট বছর ইস্টার্ন ব্যাংকে কর্মরত অবস্থায় ব্যালেন্স শিট প্রবৃদ্ধি অর্জন ও ট্রান্সফর্মেশনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হাসান ও রশীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ‘ব্যাপকভাবে প্রশংসিত’ হয়।
লোকাল ও মাল্টিন্যাশনাল ব্যাংকের কর্পোরেট, রিস্ক ম্যানেজমেন্ট, এসএমই ও রিটেইল ব্যাংকিংয়ে ঊর্ধ্বতন পদে ২৭ বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে রশীদের ।
ব্যাংকার হিসেবে হাসান ও রশীদের কর্মজীবন শুরু হয়েছিল ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজে। পরে এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেও (এসসিবি) তিনি কাজ করেছেন।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে ইকনোমিক্স ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রিধারী রশীদ যুক্তরাষ্ট্রের থান্ডারবার্ডের গার্ভিন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করেন।
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up