আগামী দুই বছরের জন্য ই-কমার্স মার্কেটপ্লেসটির ‘ফেস’ হয়ে তিনি থাকবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইভ্যালি।
বুধবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক এই ঘোষণা দেয় ইভ্যালি কর্তৃপক্ষ।
তাহসান খানের পাশাপাশি ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নির্বাহী মোহাম্মদ রাসেল সংবাদ সম্মেলনে ছিলেন।
‘ফেস অব ইভ্যালি’ হওয়া প্রসঙ্গে তাহসান বলেন, “ব্যক্তি ব্র্যান্ডের সাথে যখন কোনো প্রোডাক্ট ব্র্যান্ড একত্রিত হয়, তখন সেটি উভয়ের জন্য এক ‘উইন- উইন’ অবস্থা তৈরি করে। আশা করছি, ইভ্যালি এবং আমার এই দুই ব্র্যান্ডের একত্রীকরণ হওয়া উভয় পক্ষের জন্যই ফলপ্রসূ হবে।”
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up