শুক্রবার ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি সর্বোচ্চ ১৬০ টাকায়। এছাড়া লেয়ার মুরগি প্রতি কেজি ২২০ টাকা, সোনালি বা কক মুরগি ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, গত দুই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা, সোনালি বা কক মুরগি কেজিতে ৮০ টাকা আর লেয়ার মুরগির দাম ৪০ টাকা করে বেড়েছে।
সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাব অনুযায়ী, গতবছর এই সময়ে ব্রয়লার মুরগির দাম ছিল প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা। সেই হিসেবে দাম বেড়েছে ৩৬.৯৬ শতাংশ। আর এক মাস আগে দাম ছিল ১২৫ থেকে ১৩৫ টাকা, সেই হিসেবে এক মাসে দাম বেড়েছে ২১.১৫ শতাংশ।
মালিবাগের বাসিন্দা একজন বেসরকারি চাকুরে জানান, তিনি সাধারণত ফেরিওয়ালার কাছ থেকে মুরগি কেনেন। জানুয়ারির শেষ দিকে তিনি ১২টি সোনালি মুরগি কিনেছিলেন ১৮০০ টাকায়। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি একই দামে মুরগি কিনতে পেরেছেন আটটি।
“মূলত ওই সময় থেকেই সোনালি মুরগি কম পাওয়া যাচ্ছিল। আমি যে ফেরিওয়ালার কাছ থেকে নিয়মিত মুরগি কিনি, তিনি জানিয়েছেন পাইকারি বাজারেই দাম অনেক বেড়ে যাওয়ায় তারা মুরগি কিনতে পারছেন না।”
এমন অবস্থায় ওই ক্রেতা গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) চারটি লেয়ার মুরগি কিনেছেন ১৯০০ টাকায়। চারটি মুরগির ওজন হয়েছে সাড়ে চার কেজির মত।
“দামের এই অবস্থার কারণে মুরগি কেনা কমাতে বাধ্য হয়েছি,” বলেন তিনি।
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up