ব্যবসা ও অর্থনীতি

Mazibur Rahman, ঢাকা

12:39 AM, 15 March, 2021 LAST MODIFIED: 12:39 AM, 15 March, 2021

রবি ও ওকে দোয়েলের মধ্যে চুক্তি স্বাক্ষর

এ চুক্তির ফলে ‘ওকে দোয়েল’কে ইন্ডাস্ট্রিয়াল সিম সরবারহের মাধ্যমে ডেটা কানেক্টিভিটি, মনিটরিং সক্ষমতা এবং ডিজিটাল বিনোদন নিশ্চিত করবে রবি।

বৃহস্পতিবার ওয়েস্টিন হোটেলে রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ‘ওকে দোয়েলে’র প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

কাজী জসিমুল ইসলাম বলেন, “দেশিয় কোম্পানি ওকে দোয়েল একটি ম্যাজিক বক্স নিয়ে আসতে যাচ্ছে। একটি বক্স বা ট্যাব আইওটি সংযুক্ত থাকবে যা কোনো যানবাহনে স্থাপন করলে সহজেই গাড়ির ব্যাটারি ও অন্যান্য তথ্য সহজে পাওয়া যাবে এবং চাকলের সিটের ঠিক পেছনে লাগালে যাত্রীরও এ ট্যাব ব্যবহার করতে পারবে।

“ট্যাবটির দাম ৩০ হাজার টাকা হলেও রবির আনলিমিটেড ইন্টারনেট সংযোগসহ মাসে ২ হাজার ৪০০ টাকা দিয়ে এক বছরে এর মালিক হতে পারবেন।”



You have to login to comment this post. If You are registered then Login or Sign Up