চিত্রকর্ম: শাহাবুদ্দিন আহমেদ
আত্মাটা গিয়েছে চলে,
পড়ে আছে দেহাবশেষ,
শূন্য ভূমি, কেবলি শূন্য,
হাহাকার!
নিষ্প্রাণ দেহটা কি মৃত ছিল,
যখন তুমি তোমার ক্যানভাসে,
তুলির আঁচড় দিলে-
হে শিল্পী শাহাবুদ্দিন?
কারা তাকে হত্যা করেছিল?
খাটো চুলের, ভীতু, ধোঁকাবাজ,
গাধার বাচ্চার দল,
নাকি খ্যাপাটে, উন্মাদ-
নষ্ট-বিনষ্ট রাজনীতিবিদের দল?
নাকি মানসিক রোগী, স্বার্থপর-
জারজ, বেজন্মা, হারামজাদা,
বিকৃত মস্তিষ্কের দল?
গোঁড়া, অদূরদর্শী, সঙ্কীর্ণচিত্ত-
ভণ্ডদের কথা শুনে, শুনে,
আমি ক্লান্ত, অসুস্থ,
আমি অসুস্থ ও ক্লান্ত এখন-
হে শিল্পী।
আমি জানতে চাই সত্য,
আমাকে দাও একটু সত্য,
আমাকে দাও একটু সত্য এখন,
আমি চাই যে জানতে সত্য-
সত্য এখন।
তুমি কি জানতে-
কারা ছিল, কে ছিল,
ওই মহান মানুষের আপন জন?
পিতা, মাতা, কন্যা,
চেনা স্বজন, ভগ্নী, ভ্রাতা-
নাকি জনতা?
কারা ছিল তার আপন জন?
বলো হে শিল্পী-
তাকে যখন ফেলে রাখা হয়,
সত্যি কি ছিল সে মৃত?
কে তার মৃত্যু-সনদ ঘোষণা করেছিল?
তার মৃত্যু-সনদ কি লেখা হয়েছিল?
লেখা যদি হয় মৃত্যু-সনদ,
তবে বলতেই হবে শিল্পী-
কোন পদ্ধতিতে তাকে এবং তাদের-
হত্যা করা হয়েছিল?
আমি জানতে চাই সত্য এখন!
জানতে চাই-
ধোঁকাবাজ রাজনীতিবিদ,
ছোটলোক বুদ্ধিজীবী, মানবতাবাদী,
বিভেদপন্থী, বিচ্ছিন্নতাবাদী,
রক্ষণশীল, উগ্র জাতীয়তাবাদী, দিব্যতন্ত্রবাদী-
বরাহের দল;
আমি জানতে চাই,
তোমাদের কাছে।
তোমরা কি লাশটা ধুয়ে পরিষ্কার করেছিলে?
তোমরা কি তার চোখদুটো বুঁজে দিয়েছিলে?
তোমরা কি তার শেষ যাত্রায়,
কাঁধে কাঁধ লাগিয়ে
উচ্চারণ করেছিলে-
‘আমি অভিশপ্ত শয়তান থেকে
আল্লাহর আশ্রয়
প্রার্থনা করি’-
হে ভণ্ড তোষামোদের দল?
You have to login to comment this post. If You are registered then Login or Sign Up