শিল্প ও সাহিত্য

Arts and Literature,

4:11 PM, 8 June, 2021 LAST MODIFIED: 4:11 PM, 8 June, 2021

প্রয়োজনে প্রিয়জন

"স্নিগ্ধা"

আবেগ অনুভূতি গুলো
বস্তাবন্দি করে ছুঁড়ে ফেলে দিয়ে
নিজের হাতে নিজের আত্মাকে
দাফন করতে পারার নাম বেঁচে থাকা।
এই তো বেশ আছি। 
বেঁচে থাকার এই আয়োজনে
কত কি দিয়েছি বিসর্জন‌
এই বেশ বেঁচে আছি। 
ইচ্ছে গুলোর ডানা কেটে
এই তো বেশ বেঁচে আছি।
এখনো বেঁচে আছি। 
এখন বাঁচতে হয় আমাকে
অন্যের জন্য।
নিজেকে খড়কুড়ো ভেবে
অথৈই সাগরে ভেসে থাকা
এই আমি টাকেও
কেউ যখন তার সর্বস্ব ভেবে 
আকড়ে ধরে বাঁচার আশায়
তখন বাঁচতে হয় আমাকে।
এই নিদারুণ বেঁচে থাকার গল্পে,
আমার চাওয়া পাওয়া গুলো 
অভিস্পাত দিতে থাকে আমাকে। 
নিজের ইচ্ছে গুলো পেতে চাইলে,
নিজেকে এত নীচে নামতে হয়,
যেন আবর্জনায় হাতড়ে বেড়াচ্ছি ।
যা কখনো আমার ছিলোই না;
এভাবেই হয়তো বাঁচতে হয়।
বাঁচতে হয় নিজের
চাওয়া গুলোর জলাঞ্জলি দিয়ে।
অন্য কারো প্রয়োজনের প্রিয়জন হয়ে
অন্য কারো চাওয়ায়
নিজেকে দেখতে পাওয়াটাই
প্রাপ্তি হয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আমাকে।
এই তো বেশ আছি।
বেঁচে থাকার এই আয়োজনে।



You have to login to comment this post. If You are registered then Login or Sign Up